ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.৩৫ শতাংশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.৩৫ শতাংশ

দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৪.৩৫ শতাংশ।

দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলায় মোট ১ লাখ ৭২ হাজার ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী পাস করেছে।

অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ২৬২ জন ছাত্র ও ৮৫ হাজার ৬৩৬ জন ছাত্রী। ছাত্রর পাসের হার ৮৪.৯৬ ও ছাত্রীর পাসের হার ৮৩.৭৯।

প্রাপ্ত ফলাফলে ছাত্রীদের তুলনায় ছাত্ররা এগিয়ে রয়েছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৩ হাজার ৬৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ২ হাজার ৬১ জন ছাত্র ও ১ হাজার ৫৮৪ জন ছাত্রী। মোট ৫৮৭টি বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে।

শতভাগ পাসকরা বিদ্যালয়ের সংখ্যা ২৪২টি, একজন পরীক্ষার্থীও পাস করেনি এমন স্কুলের সংখ্যা ৪০টি। ১০ জনের কম পরীক্ষার্থীর স্কুল ১৭২টি।

এবারে মোট ১৬৬টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, গতবারের তুলনায় এবারে ফলাফল অনেক ভাল। গতবারে পাসের হার ছিল ৬২.১৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ