ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে মেয়েদের পাসের হার বেড়েছে

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
চট্টগ্রাম বোর্ডে মেয়েদের পাসের হার বেড়েছে

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে গতবারের চেয়ে এবার মেয়েদের পাসের হার বেড়েছে। এবার বোর্ডে ৬৯.৭৫ ভাগ মেয়ে পাস করেছে।

যা গতবছর ছিল ৬৬.৩৫ শতাংশ। এই হিসাবে এ বছর ৩.৪ শতাংশ বেড়েছে।

এবার জেএসসি পরীক্ষায় মেয়েদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৫০৮ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১৪৬ জন। যা মেয়েদের ২.১৪ শতাংশ।

আর ৪৬ হাজার ৪৮২ ছেলের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৯০ জন। যার শতকরা হার ২.১৩ শতাংশ।

অনিয়মিত ১৩ হাজার ৯৪৭ জন মেয়ের মধ্যে কেউই জিপিএ ৫ পায়নি।

বুধবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম বোর্ডে সেরা ২০-এ স্থান করে নিয়েছে বোর্ডের ৭টি বালিকা বিদ্যালয়। এর মধ্যে প্রথম হয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়।

এবার চট্টগ্রাম বোর্ডে মোট ১ লাখ ২৪ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯০ হাজার ২৭৫ জন। যার শতকরা হার ৭২.৬৫ ভাগ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ