বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় (জরুরি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
অধ্যাপক সেলিম হোসেন বাংলানিউজকে বলেন, সিন্ডিকেট সভায় সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় শুধুমাত্র জরুরি কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার (৬ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসমমূহ খোলা থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অফিসে লোকবল কম থাকবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ তার দফতরের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক লোকবল নির্ধারণ করবেন। এছাড়া একাডেমিক কার্যক্রম অনলাইনে চলবে। স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি ও থিসিস পরীক্ষা কার্যক্রম বিভাগগুলো পরিচালনা করবে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এনটি