শনিবার (০৪ জুলাই) ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, কলামিষ্ট, সাহিত্যিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি রকীবউদ্দিন আহম্মেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সময় আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছরের অপরিসীম গৌরবময় ভূমিকা রয়েছে। এসবই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মর্যাদার আসনে নিয়ে এসেছে।
বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এসকেবি/টিএ