ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা ক্যাডারে সমস্যা নিয়ে সচিবের সঙ্গে সভা ‘সফল’

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
শিক্ষা ক্যাডারে সমস্যা নিয়ে সচিবের সঙ্গে সভা ‘সফল’

ঢাকা: শিক্ষা ক্যাডারে বিরাজমান সমস্যা, পদোন্নতি, পদসৃষ্টি, পদসোপান, বদলি নীতিমালা, দু’জন কর্মকর্তার সাময়িক বরখাস্ত আদেশ বাতিল বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষক নেতারা।

বুধবার (৮ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই ঘণ্টারও অধিক সময়ব্যাপী সফল আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

 

সভায় শিক্ষক নেতা আই কে সেলিম উল্লাহ খোন্দকার, মো. মাসুমে রব্বানী খান, অলিউল্লাহ মো. আজমতগীর, সৈয়দ জাফর উপস্থিত ছিলেন।

আলোচনায় মন্ত্রণালয়ের কলেজ উইংয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব অংশ নেন।

শিক্ষক নেতা আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, কিছুদিন আগে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গেও এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের বৈঠক তারই ধারাবাহিকতা।  

তিনি জানান, আলোচ্য বিষয়গুলোর সমাধান সহসাই দৃশ্যমান হবে আমরা আশা করছি। আগামী সপ্তাহে ডিপিসি শুরু হতে পারে। এছাড়া বছরে কমপক্ষে দু’টি ডিপিসি করবেন বলে সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন। তবে দুর্ভাগ্যজনক হলো- একটি পক্ষ এ পদোন্নতির বিরোধিতা করছে এবং মন্ত্রণালয়ের ওপর চাপ সৃষ্টি করছে বলে সচিব মহোদয় জানান। তবে সচিব মহোদয় এগুলো বিবেচনায় নেবেন না বলে জানান বলে দাবি করেন শিক্ষক নেতা আই কে সেলিম উল্লাহ।

করোনাকালেও সচিব তাদের সময় দেওয়ায় ও বিষয়গুলো দ্রুত বিবেচনায় নেওয়ায় শিক্ষা ক্যাডারের পক্ষে ধন্যবাদ জানান নেতারা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।