ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘বঙ্গবন্ধুকে চিঠি লেখার প্রতিযোগিতা: প্রিয় বঙ্গবন্ধু ২০২০’-এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই কর্মসূচি একটি বিশেষ ওয়েবিনারে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিচারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সাংবাদিক হারুন হাবীব। সভাপ্রধান হিসেবে ছিলেন সংগঠনটির মডারেটর সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংসদ' ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক শিরোনামে চিঠি লেখার আয়োজন করেছিল। সকলের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতাটিতে চিঠি পাঠানোর সময়সীমা ছিল গত ২০ আগস্ট পর্যন্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বর্তমান প্রজন্মের একজন তরুণ-তরুণী হিসেবে বাংলাদেশের জাতির জনকের কছে আশা, প্রত্যাশা, প্রশ্ন, স্বপ্ন, তার প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা বা শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে ছিল এ আয়োজন।
অনুষ্ঠানের বিচারক এবং অতিথি হারুন হাবীব বলেন, জাতির জনককে হত্যার পরে এদেশে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার যে নোংরা ষড়যন্ত্র শুরু হয়েছিল, এ চিঠিগুলো পড়ে খুব সহজেই অনুমেয় তারা জিততে পারেনি। এ প্রজন্মের সন্তানরা জাতির রাষ্ট্রনায়ককে যেভাবে উপলব্ধি করেন তা আসলেই আমাদের গর্বের বিষয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতি গ্রুপ থেকে মোট ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এসকেবি/এমকেআর