ঢাকা বিশ্ববিদ্যালয়: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার চেয়ে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচী পালন করা হয়।
আল মামুন বলেন, ড. মোর্শেদ হাসান খান স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস উপস্থাপন করেছেন। দীর্ঘদিন কালক্ষেপণ করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিতে বহাল রাখার চেষ্টা করলেও মুক্তিযুদ্ধ মঞ্চ তা কখনোই মেনে নেবে না। তদন্ত কমিটির রিপোর্ট ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সুপারিশের বাইরে গিয়ে নামকাওয়াস্তে ‘লঘু’ দণ্ড দিয়ে ওই শিক্ষককে বহাল রাখার প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এ ধরনের কোনো ষড়যন্ত্র করলে তা প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এসকেবি/ইউবি