ঢাকা: অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আনুমোদনক্রমে একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের এই অধ্যাপককে আগামী চার বছরের জন্য কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আদেশে বলা হয়েছে, অধ্যাপক হিসেবে চাকরির বয়স শেষ হওয়ার পর মূল পদে প্রত্যাবর্তন করে অবসর নিয়ে কোষাধ্যক্ষ হিসেবে বাকি মেয়াদ পূরণ করতে পারবেন তিনি।
কোষাধ্যক্ষ হিসেবে তিনি এখন পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ বাজেট প্রণয়ন, অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনা, প্রকল্পে অর্থের পরিমাণ মূল্যমান ইত্যাদি দেখভাল করে থাকেন।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিনের মেয়াদ গত ১১ জুলাই সম্পন্ন হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এমআইএইচ/এএটি