খুলনা: বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ।
সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) এ অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে খুবি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বরাবর এ চিঠি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সম্প্রতি এক মতবিনিময় সভা শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তবলীর মধ্যে বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই আলোকে এ চিঠি দেওয়া হয়েছে।
এছাড়া সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সব ডিসিপ্লিনের অনলাইন সেশনাল/প্রাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর মোসাম্মাৎ হোসনে আরা, সব স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, সিইটিএল, আইকিউএসি, আইসিটিসেল, মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমআরএম/আরবি