ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির শতবর্ষ উপলক্ষে ফটোগ্রাফ আহ্বান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
ঢাবির শতবর্ষ উপলক্ষে ফটোগ্রাফ আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন ফটোগ্রাফ বা আলোকচিত্রের মাধ্যমে শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক, একাডেমিক, সাংস্কৃতিক, খেলাধুলা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনার আলোকচিত্র/ফটোগ্রাফ সংগ্রহের কাজ চলছে।

সংগৃহিত ছবি থেকে বাছাই করা ছবিগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেইজে প্রকাশ করা হবে এবং অ্যালবাম আকারে ছাপা হবে।
 
শনিবার (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারও কাছে এ ধরনের দুর্লভ আলোকচিত্র/ফটোগ্রাফ থাকলে তা ক্যাপশন ও আলোকচিত্রীর নাম ঠিকানাসহ [email protected] ইমেইল নম্বরে ইমেইল করে বা হার্ডকপি সরাসরি/কুরিয়ারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে পাঠানোর অনুরোধ করা হলো। আলোকচিত্রীর নাম ছবির পাশে কৃতজ্ঞতাসহ উল্লেখ করা হবে।  

বিজ্ঞপ্তিতে জাতীয় এই প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সবার সহযোগিতা কামনা করা হয়।  

ছবি পাঠানোর ঠিকানা: ইমেইল [email protected] সরাসরি: রুম- ২১১, জনসংযোগ দফতর, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোবাইল নম্বর: ০১৬৭৩৯১৬২৩৫
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ