ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

শিক্ষা

স্বাস্থ্যবিধি মেনে ঢাবির হল খুলে দেওয়ার দাবিতে সমাবেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে ঢাবির হল খুলে দেওয়ার দাবিতে সমাবেশ ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, সকল ছাত্র সংগঠন একমত পোষণ করেছে যে, বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলতে হবে এবং হল খুলেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কাজেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই দাবি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল না খুলে শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করছে।

‘এই করোনার সময়ে শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে। সেখানেও অটো পাশের ব্যবস্থা করা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য লজ্জার। যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক, ছাত্র-শিক্ষককে বলা হয় সমাজ গড়ার কারিগর সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণতান্ত্রিক চর্চার জায়গাকে ধ্বংস করেছে। ’

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।