ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটির রাইটার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ইস্টার্ন ইউনিভার্সিটির রাইটার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

ঢাকা: ইস্টার্ন ইউনিভার্সিটির রাইটার্স ফোরামের নতুন কমিটি গঠন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়োজিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

রাইটার্স ফোরামের কো-অর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার কাজী তাহমিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ, ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার মো. রাফিউসসান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে কবিতা আবৃতি করেন গার্গী চ্যাটার্জি, আতিকুর রহমান শুভ ও অনেকেই। এ সময় শিক্ষার্থীরা সংগীত পরিবেশনও করেন। এছাড়া নিজের লেখার কিছু অংশ পড়ে শোনান ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিফতাউল জিন্নাতি সিনথিয়া।

ফোরামের সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নূরেম মাহ্‌পারা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসানুজ্জামান। নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।