ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪৩তম বিসিএস: আবেদনের সময় বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
৪৩তম বিসিএস: আবেদনের সময় বাড়লো

ঢাকা: চাকরিপ্রার্থীদের দাবির পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসের আবেদনের সময় দুই মাস বাড়ানো হয়েছে।

আবেদন জমার শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আবেদনপত্র জমার শেষ তারিখ ৩১ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (৩ এপ্রিল সন্ধ্যা ৬টা) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনার্স শেষবর্ষের অনেক বিষয়ের পরীক্ষার ফল আটকে যায়। সেই সব শিক্ষার্থী অনার্স শেষ করে বিসিএসে অংশ নিতে আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ