ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাবেন জবি শিক্ষার্থীরা

জবি করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাবেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বিভিন্ন জেলায় যেতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

তিনি বলেন, শনিবার (১৭ জুলাই) থেকে আমাদের বাস ছেড়ে যাবে। এজন্য সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।

শনিবার সিলেট, রাজশাহী, রংপুর বিভাগে; রোববার খুলনা ও বরিশাল বিভাগে; সোমবার চট্টগ্রাম ও ময়মনসিংহে বিভাগে যাবে জবি শিক্ষার্থীদের বাস।

বাসে ওঠার ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। বাসে ওঠার আগে মাপা হবে শরীরের তাপমাত্রা এবং সঙ্গে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।