ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে রবির ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আইইউবিতে রবির ক্যারিয়ার বিষয়ক কর্মশালা ...

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট (সিজিপি) বৃহস্পতিবার (২৬ আগস্ট) আইইউবি'র ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য চাকরির প্রস্তুতি বিষয়ক এক ওয়েবিনার আয়োজন করে।  

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (এইচআর বিজনেস পার্টনারিং অ্যান্ড ডিজিটাল অপারেশনস) মারুফুল আলম চৌধুরী।

নিজের জীবনের অভিজ্ঞতার কথা উদাহরণ টেনে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের সিজিপিএ তুলনামূলক কম তারাও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভালো চাকরি পেতে পারেন। প্রত্যকে চাকরির বাজারে একজন শিক্ষার্থী হলো পণ্যের মতো, যার গুণাগুণ যত ভালো চাকরির বাজার তার তত বেশি মূল্য। সিভি লিখন পদ্ধতি, মৌখিক পরীক্ষায় নিজেকে উপস্থাপনসহ এবং একজন চাকরিপ্রার্থীকে প্রতিযোগিতার বিশ্বে কীভাবে পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে সে বিষয়ে তিনি দিক-নির্দেশনা দেন।

প্রশ্ন-উত্তর পর্বে তিনি চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় সিজিপি'র পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান, সহকারী পরিচালক শারমিন ইসলাম উপস্থিত ছিলেন। ওয়েবিনার মডারেট করেন সিজিপি'র ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।