ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটিতে ‘উদ্যোক্তা নেতৃত্বের চিন্তাভাবনা’ শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আইইউবিএটিতে ‘উদ্যোক্তা নেতৃত্বের চিন্তাভাবনা’ শীর্ষক সেমিনার ...

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ ‘উদ্যোক্তা নেতৃত্বের চিন্তাভাবনা’ শীর্ষক একটি সেমিনার আয়োজন  করে।  

শনিবার (২৮ আগস্ট) জুম প্লাটফর্মে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের চেয়ারম্যান শেখ এরশাদ হোসেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট লিও ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. জেফরি ডি. সেনিস সেমিনারে অতিথি বক্তা হিসেবে তাঁর বক্তব্য রাখেন। তিনি উদ্যোক্তা নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং তাঁর চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ওই সেমিনারে সভাপতিত্ব করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন আইইউবিএটির কলেজ অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের সহকারী অধ্যাপক মো. ইউসুফ হোসেন খান। অনুষদের সমন্বয়ক সহকারী অধ্যাপক ফারজানা আল ফেরদৌস ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারটি শেষ করেন।

সেমিনারে আইইউবিএটির শিক্ষক-শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অথিতিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।