ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন জাবি উপাচার্য

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ আগস্টে বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে উপাচার্যকে বঙ্গমাতা পরিষদের সর্বোচ্চ ফোরামের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাকে এ পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং ‘বঙ্গমাতা পরিষদ’র সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, মহীয়সী নারী বঙ্গমাতার জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘বঙ্গমাতা পরিষদ’ কাজ করবে। এবং এ কাজে অংশীজন হতে পেরে তিনি গর্ববোধ করছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।