ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭৪২ শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার ৩০ কোটি টাকা হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
৭৪২ শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার ৩০ কোটি টাকা হস্তান্তর

ঢাকা: ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি-কল্যাণ সুবিধা দ্রুত নিষ্পত্তি’ প্রতিপাধ্যকে সামনে রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রেখেছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ৭৪২ জন শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় করেছে।

ইএফটির মাধ্যমে আগামী সোমবারের মধ্যেই উল্লেখিত শিক্ষক কর্মচারীদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু জানান।

করোনাকালে ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৭৪৮ জন শিক্ষক কর্মচারীকে কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।