ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 

অনার্স ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
অনার্স ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ সালের ২৯ জানুয়ারি এবং তৃতীয় বর্ষ পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হবে।  

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। এ পরীক্ষা শেষ হবে আগামী ১৫ মার্চ ২০২২।  

এদিকে ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। এ পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত।  

সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে এসব পরীক্ষা শুরু হবে।  পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮ , ২০২১
আরএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।