ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবন্ধীদের মূল ধারায় সংযোজন করতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
প্রতিবন্ধীদের মূল ধারায় সংযোজন করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিবন্ধীদের মূল ধারায় সংযোজন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাবিহা বৈশাখীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান ও অকোটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী আব্দুস সোবহা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম মোল্লা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে সব ক্ষেত্রেই প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিবন্ধীদের মূল ধারায় সংযোজন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবাধ চলাচল ও অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, যাদের আমরা সমাজে প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করি তারা সাধারণ মানুষের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি দক্ষ ও মানসিকভাবে অনেক শক্তিশালী। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান, চিন্তা-চেতনা ও কর্মদক্ষতা উন্নয়নে এ সংগঠনের সদস্যরা ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।