ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রক্তশূন্যতায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
রক্তশূন্যতায় ইবি শিক্ষার্থীর মৃত্যু আনাস ফারুক।

ইবি: রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আনাস ফারুক নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।

রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

পরে বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

আনাস বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে দিনাজপুর সদরের মুরাদপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
 
বিভাগ সূত্রে জানা যায়, করোনা মহামারির কারণে ক্যাম্পাস বন্ধ হওয়ার কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন আনাস। পরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে অবর্ধক রক্তশূন্যতা (Aplastic anemia) ধরা পড়ে।

অবস্থার উন্নতি না হলে গত বছরের ডিসেম্বরে উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে ১৭ ডিসেম্বর বাসায় আনা হয় তাকে। পরে রোববার সকালে মৃত্যুবরণ করেন তিনি।  

তার মৃত্যুতে আল কুরআন বিভাগের শিক্ষক ও তার সহপাঠীরা শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, তার মৃত্যুতে আমরা শোকহত। তার আত্মার মাগফেরাত কামনা করি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।