ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে ই-নথি প্রচলনে শিগগিরই পাইলটিং শুরু হবে: উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
খুবিতে ই-নথি প্রচলনে শিগগিরই পাইলটিং শুরু হবে: উপাচার্য

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও কর্মকর্তাদের ই-নথি শীর্ষক প্রশিক্ষণ (প্রথম ধাপ) শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

 

এ সময় তিনি বলেন, ই-নথি চালু হলে সময় বাঁচবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ করা যাবে।  

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই ই-নথি প্রচলনে দু’এক মাসের মধ্যে পাইলটিং শুরু করা হবে।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ই-নথি বিষয়ে ব্রিফ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ।  

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান। প্রথম ধাপের প্রশিক্ষণে ২০ জন শিক্ষক/কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।