ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে ইবি শিক্ষকদের হাতাহাতি 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে ইবি শিক্ষকদের হাতাহাতি  ছবি: বাংলানিউজ

ইবি (কুষ্টিয়া): মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী জানাতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী দুই শিক্ষক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।  

শনিবার (২৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্মৃতিসৌধে সকাল সাড়ে ৯টার দিকে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শ্রদ্ধাঞ্জলী জানায়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হল, বিভাগসহ শিক্ষক-ছাত্র সংগঠন ফুল দেওয়া শুরু করে।  

একসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের শিক্ষকরা ফুল দিতে বেদিতে ওঠে। বেদিতে উঠতে গেলে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলামের সঙ্গে তাদের বাগ-বিতণ্ডা হয়। পরে সেখানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত কমিটির শিক্ষকরা গেলে উভয়ের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের সামনেই হাতাহাতি করেন। পরে সিনিয়র শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।