ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়: দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিভাগের একাডেমিক কমিটি। ২৯ মার্চ বিভাগের একাডেমিক কমিটির সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ হয়।

বাংলা বিভাগ সংশ্লিষ্টরা জানায়, মার্চ মাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। বিষয়টি বিভাগের চেয়ারম্যান বিভাগের একাডেমিক কমিটিতে উপস্থাপন করেন। বিষয়টি নিয়ে আলোচনা হলে অধ্যাপক বিশ্বজিৎ ভুল স্বীকার করেন।

এ পরিপ্রেক্ষিতে বিভাগ শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। সেগুলো হল- সব একাডেমিক কার্যক্রম থেকে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে অব্যাহতি, বরাদ্দকৃত বিভাগীয় কক্ষ বাতিল করা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বাংলানিউজকে বলেন, এটি বানোয়াট অভিযোগ। আমি ভুল স্বীকার করিনি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।