ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কথা কাটাকাটির জেরে ঢাবি শিক্ষার্থীকে মারধর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
কথা কাটাকাটির জেরে ঢাবি শিক্ষার্থীকে মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়: কথা কাটাকাটির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসানকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণের বিরুদ্ধে।  

শুক্রবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ এপ্রিল) দিনগত রাতে রাকিবুল হাসান বাংলানিউজকে বলেন, আমি এ ঘটনায় লিখিত অভিযোগ দেবো। প্রক্টর স্যারের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার (১৭ এপ্রিল) লিখিত অভিযোগ ও থানায় জিডি করবো।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার দিনগত রাত ১১টার দিকে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ তার অনুসারীদের নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল ইউটার্ন নেওয়াকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় অতনু বর্মণ ও তার অনুসারীরা রাকিবকে মারধর করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মারধরের বিষয়ে অতনু বর্মণ বলেন, ওই শিক্ষার্থীকে কোনো ধরনের মারধর করা হয়নি। তার সঙ্গে আমার শুধু তর্কাতর্কি হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।