ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু সোমবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
শাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু সোমবার

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে এ ছুটি শুরু হবে।

চলবে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত।

রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী মঙ্গলবার (১০ মে) পর্যন্ত। এদিকে বন্ধের মধ্যে আবাসিক হলসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম আগামী বুধবার (২০ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত বন্ধ থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।