ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

২৬ এপ্রিল থেকে বেরোবিতে ঈদের ছুটি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
২৬ এপ্রিল থেকে বেরোবিতে ঈদের ছুটি শুরু

রংপুর: শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস, পবিত্র ঈদুল-ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরে অফিস ও ক্লাস-পরীক্ষা ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ছুটি শেষে আগামী ১৫ মে থেকে যথারীতি অফিসসমূহ খুলবে এবং ১৭ মে থেকে ক্লাস ও পরীক্ষা চলবে। এবার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৫ মে-এর পরিবর্তে ১৬ মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।  

উল্লিখিত ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।  শনিবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।