ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে গ্রীষ্মকালীন ছুটি বহালই থাকছে

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ২৪, ২০২২
ইবিতে গ্রীষ্মকালীন ছুটি বহালই থাকছে

ইবি: গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৪ জুন শনিবার থেকে ৮ জুন বুধবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা ও সব অফিস বন্ধ থাকবে।  

মঙ্গলবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১১ জুন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও সব অফিস যথারীতি চলবে।

এর আগে ছুটি বাতিল চেয়ে গত বুধবার (১৮ মে) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দেন ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। তাদের দাবি মানা হয়নি।  

স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, করোনা মহামারির কারণে সারাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। যার ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ল্যাব, পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ছিলো। এছাড়াও বিভিন্ন বিভাগে সেশনজট তৈরি হয়েছে। এমতাবস্থায় গ্রীষ্মকালীন ছুটি আরো বাড়তি চাপ তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।