ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার্তদের পাশে দাঁড়াতে শাবিপ্রবিতে চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মে ২৪, ২০২২
বন্যার্তদের পাশে দাঁড়াতে শাবিপ্রবিতে চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি, (সিলেট): সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী উৎসবের আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট।  

বৃহস্পতিবার (২৬ মে) এবং শুক্রবার (২৭ মে) এ চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দিক থিয়েটারের সভাপতি আব্দুল বাছিত সাদাফ।  

তিনি বলেন, দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিন (২৬ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অলিম্পাস হ্যাজ ফলেন, সন্ধ্যা সাতটায় রেনকোট প্রদর্শন করা হবে। পরের দিন শুক্রবার (২৭ মে,) সকাল সাড়ে ১০টায় নোনা জলের কাব্য, বিকেল ৫টায় দ্য ব্যাটম্যাম, সন্ধ্যা সাড়ে ৭টায় ডেইজ অফ সামার প্রদর্শন করা হবে। এতে প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।