ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ধূমপান করায় চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, জুলাই ২৮, ২০২২
ধূমপান করায় চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ: ধুমপান করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ক্লাস থেকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রধান শিক্ষক সাইফুল মালেক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

ওই নোটিশ থেকে জানা গেছে, ধুমপানের বিষয়টি প্রমাণিত হওয়ায় অনুচ্ছেদ-৩ এর সিদ্ধান্ত অনুযায়ী শ্রেণি কার্যক্রম থেকে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো। তবে কিশোর হওয়ায় তাদের ভবিষ্যতের কথা ভেবে বাষিক পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়া ভবিষ্যতে সংশোধন হলে অভিভাবকের স্বীকারোক্তি সাপেক্ষে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে সত্যি বলে প্রতিয়মান হলে শ্রেণিতে পাঠদানের বিষয়টি বিবেচনা করা হবে।

হাই স্কুলটির প্রধান শিক্ষক সাইফুল মালেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বলেন, ভবিষ্যতে এ ধরনের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।