ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

শিক্ষা

জবি সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বে বাংলানিউজের রিফাত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, জুলাই ৩০, ২০২২
জবি সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বে বাংলানিউজের রিফাত  মহিউদ্দিন রিফাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল আলম উচ্চ শিক্ষার জন্য বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতে সাংবাদিক সমিতির সহ সভাপতি বাংলানিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন রিফাত সভাপতির বিশেষ দায়িত্ব পালন করবেন।

শনিবার (৩০ জুলাই) কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভায় সবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।

কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ১৩ (খ) ধারা মোতাবেক সভাপতির অনুপস্থিতিতে সহ সভাপতি জনাব মহিউদ্দিন রিফাত সভাপতির বিশেষ দায়িত্ব সম্পন্ন করবেন। যদি তিনিও অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে কার্যনির্বাহী সদস্য-১ রায়হান আহমেদ উক্ত দায়িত্ব সম্পন্ন করবেন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ৩০ জুলাই, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।