ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শিরিনা খাতুন বিথী। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৫ আগস্ট) থেকে বিভাগটির সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল-মামুনের মেয়াদ শেষ হয়। ফলে পরদিন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী জেষ্ঠ্যতার ভিত্তিতে শিরিনা খাতুন বিথীকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এসআরএস