ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘গুলশান চাকা’ বাসে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
‘গুলশান চাকা’ বাসে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের

ঢাকা: বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীর সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজেরর শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২ টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে।

কলেজের শিক্ষার্থী মুজাহিদ হাসান বলেন, গুলশান, বনানী, নতুনবাজার রোডে গুলশান চাকার যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। হাফ ভাড়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।

তিনি বলেন, প্রতিদিন প্রায় হাজার খানেক শিক্ষার্থী যাতায়াত করে এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নেওয়া হচ্ছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। তবে বাস সংশ্লিষ্টরা বলেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়াই নেওয়া হয়। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময় ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।