ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিয়ানমার আগামীতে আরও সতর্ক হবে: পররাষ্ট্রমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
মিয়ানমার আগামীতে আরও সতর্ক হবে: পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় আগামীতে মিয়ানমার আরও সতর্ক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্মরণসভার আয়োজন করে ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপান দূতাবাস।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখানে পড়েছে স্ট্রে। হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের আলাপ, জিজ্ঞাসা করেছি। আগামীতে মিয়ানমার আরও সতর্ক হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরে যাবেন। এ ব্যাপারে সব সময় আমরা একটা ইভেন্ট করি। আমরা আপনাদেরকে জানাবো।

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, উনি বাংলাদেশের বন্ধু ছিলেন। উনি বৈশ্বিক নেতা। জাপানের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে উনার সম্পর্কটা গভীর ছিল। উনার সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন তিন বার জাপানে গেছেন।  শিনজো অ্যাবেও আমাদের দেশে এসেছিলেন।  ২০১৪ সালে জাপান আর বাংলাদেশের অংশীদারিত্ব জোরদার হয়। আজকে এখানে মেট্রোরেল দেখছেন, জাপানের সহায়তায় সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাপানে গিয়েছিলেন তখন শিনজো অ্যাবের সঙ্গে আলোচনা করে প্রায় ছয় বিলিয়ন ডলারের অনুদান আনেন। শিনজো অ্যাবে বিভিন্ন কাজে সহায়তা করেছিলেন। তিনি বন্ধুভাবাপন্ন বৈশ্বিক নেতা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।