ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ঢাকা কলেজে সংঘর্ষে আহত পাঁচজন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
ঢাকা কলেজে সংঘর্ষে আহত পাঁচজন ঢামেকে

ঢাকা: ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে পাঁচজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে আহতরা ঢামেকে চিকিৎসা নিতে আসেন।

আহতরা হলেন- আল আমিন (২৩) অন্তু (২৩) ফরহাদ (২৪ ),শাকিল (২৪) ও জুয়েল রানা (২৫)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের কারো অবস্থা গুরুতর নয়। জরুরি বিভাগে তাদের চিকাৎসা চলছে।

প্রসঙ্গত, শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার পর ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’দিন ধরে কলেজ ছাত্রবাসের দক্ষিণ ব্লক ও উত্তর ব্লকের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। শনিবার রাতে দক্ষিণ ব্লকের আল আমিন শিকদার নামে এক ছাত্রকে একা পেয়ে উত্তর ব্লকের ছাত্রলীগ কর্মীরা মারধর করে। পরবর্তীতে দুই গ্রুপ সংঘর্ষ জড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এজেডএস/জেডএ

আগের সংবাদ- ঢাকা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।