জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১০ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ০২ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছে ১০ দিন। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।
আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর আগামী ০৫ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআরএস