ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধা-৫ ভোটের পুনর্তারিখ হতে পারে মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
গাইবান্ধা-৫ ভোটের পুনর্তারিখ হতে পারে মঙ্গলবার

ঢাকা: আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের পুনর্তারিখ দিতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ওইদিন কমিশন সভা ডেকেছে সংস্থাটি।

ইসির সংস্থাপন-২ শাখার উপ-সচিব মো. শাহ আলমের জারি করা এ সংক্রান্ত অফিস থেকে বিষয়টি জানা গেছে।  

সভার অফিস আদেশে বলা হয়েছে- আগামী মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) নির্বাচন কমিশনের ১০তম সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি
ক. বন্ধ ঘোষিত একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচন

খ. কমিশন সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন

গ. বিবিধ

গত বৃহস্পতিবার সিইসি জানিয়েছিলেন, এ সপ্তাহে গাইবান্ধার উপ-নির্বাচনের পুনর্তারিখ ঘোষণা করা হবে। তবে বন্ধ ঘোষিত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারাই প্রার্থী হিসেবে বহাল থাকবেন।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে ব্যাপক অনিয়ম সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের পর সিইসি প্রথমে ৫০টি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন। এরপর রিটার্নিং কর্মকর্তাও পরে একটি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন। পরে ভোটগ্রহণের যৌক্তিকতা না থাকায় পুরো নির্বাচন বন্ধ করে দেয় ইসি। এরপর গঠিত তদন্ত কমিটি ৬৮৫ জনের শুনানি করে ব্যাপক অনিয়মের প্রমাণ পায় ওই ৫১ কেন্দ্রে। এছাড়া অবশিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে অনিয়মের প্রমাণ পায় তদন্ত কমিটি।

পরে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে গাইবান্ধার এক অতিরিক্ত জেলা প্রশাসক, পাঁচ এসআই, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৩ কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্ত করাসহ বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত দেন। ওইসব কর্মকর্তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তি বাস্তবায়ন করে আগামী এক মাসের মধ্যে ইসিকে অবহিত করার নির্দেশও দেয় নির্বাচন কমিশন।

সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।

সাঘাটা ও ফুলছড়ি দুটি উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন ও সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।