ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি

ঢাকা: আগামী ১৫ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিবার ২ জানুয়ারি খসড়া প্রকাশ হলেও এবার ১৩ দিন পেছাচ্ছে।

রোববার (১২ ডিসেম্বর) সব থানা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা আগামী ১৫ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন এবং তা বিধি মোতাবেক প্রকাশ করা হয়েছে মর্মে প্রত্যয়ন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।