ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিমলায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ফিরোজের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ডিমলায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ফিরোজের জয় এএইচএম ফিরোজ

নীলফামারী: নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম ফিরোজ। তিনি বাবার আসনে লড়াই করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

নৌকা প্রতীক নিয়ে ফিরোজ ভোট পেয়েছেন ৯ হাজার ৬২৩ ভোট। উপ-নির্বাচনে এএইচএম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।

এদিকে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কম পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে দুইজনের। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩২৮ ভোট ও আমিনুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৭৮৪ ভোট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোট গণনা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।

রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে এখানে।

গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আবুল কাশেম সরকারের ছেলে সদ্য নির্বাচিত ফিরোজ।  

সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।