ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তিন পৌর ভোটের প্রজ্ঞাপন জারি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
তিন পৌর ভোটের প্রজ্ঞাপন জারি

ঢাকা: দেশের তিনটি পৌরসভার নির্বাচন আগামী ২১ জুন রেখে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পথ খুলল।

বুধবার (২৬ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

এতে উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইল জেলার বাসাইল, নারায়ণগঞ্জের গোপালদী ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, মনোনয়নপত্র বাছাই ২৫মে, প্রার্থিতা প্রত্যাহার এক জুন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ২১ জুন ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে বাসাইল ও তালোড়া পৌরসভায় জেলা সিনিয়র কর্মকর্তাকে এবং গোপালদী পৌরসভায় জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। আর আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।