ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচন

নির্বাচিত হলে নগর ভবন দুর্নীতিমুক্ত করবো: বাবুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
নির্বাচিত হলে নগর ভবন দুর্নীতিমুক্ত করবো: বাবুল

সিলেট: নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী ও মহানগরের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল।  

তিনি বলেন, নগরবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নগর ভবন থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে উদ্যোগী হবো।

 

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে জাতীয় পার্টি আয়োজিত পথসভায় বাবুল এসব কথা বলেন।  

তিনি বলেন, অতীতের মেয়রদের কার্যকলাপ সম্পর্কে নগরবাসী অবহিত রয়েছেন। তারা শুধু ফাঁকা বুলিতেই মশগুল ছিলেন। কাজের কাজ কিছুই হয়নি। একটু বৃষ্টি হলেই নগরবাসীকে পানিতে হাবুডুবু খেতে হয়। নির্বাচিত হলে মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীর উন্নয়ন সাধিত করবো ইনশাআল্লাহ।  

বাবুল নগরবাসীর চাহিদা পূরণে সব শ্রেণির মানুষের কল্যাণ সাধনের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।  

প্রবীণ মুরব্বী তাকবীর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পার্টির সিলেট জেলা শাখার আহ্বায়ক শাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা জাপার অন্যতম সদস্য মামুনুর রশীদ।  

মহানগর জাপা নেতা মামুনুর রশিদের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন- ৩১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক আফতাব আহমদ, সদস্য সচিব ছদরুল ইসলাম, প্রবীণ মুরব্বী কুনু মিয়া, আলাই মিয়া, আবুল হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুবের আহমদ।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মে ২০, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।