ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুর সিটি ভোট: এক কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
গাজীপুর সিটি ভোট: এক কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন

গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়কেন্দ্রে বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)  ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

সূত্রে জানা যায়, এ কেন্দ্রে মোট ১ হাজার ৮০৮ ভোটের মধ্যে নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২৯৩, জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৫৩২, আতিকুল ইসলাম (মাছ) ২৪, নিয়াজ উদ্দিন (লাঙল) ৩১, গাজী আতাউর রহমান (হাত পাখা) ২৪, রাজু আহমেদ (গোলাপ ফুল) ৬টি, মো. হারুনুর রশিদ (ঘোড়া) একটি, সরকার শাহনুর ইসলাম (হাতি) ১২টি ভোট পেয়েছেন।

এ কেন্দ্রে ভোট পড়েছে ৯২৭টি। এর মধ্যে নৌকার প্রার্থীর চেয়ে বেসরকারিভাবে ২৩৯ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা।

নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট চলাকালীন রানী বিলাসমণি কেন্দ্রে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এদিন বেলা ১১টার দিকে পুরুষ বুথের সামনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এনবি/ইএসএস/এসজেএ/আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।