ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচন: প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জুন ১০, ২০২৩
সিসিক নির্বাচন: প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময় 

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব উল আউয়াল।  

শনিবার (১০ জুন) সকাল ১১ টায় নগরের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।

 

মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সাল কাদের এবং সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।  

মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরু থেকে ৪২টি ওয়ার্ডের প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, অনুযোগ ও পরামর্শের জবাব দেন নির্বাচন কমিশন সচিব।  

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।  

 

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এনইউ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।