ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় ভোট পড়েছে ৪২ থেকে ৪৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
খুলনায় ভোট পড়েছে ৪২ থেকে ৪৫ শতাংশ

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৪২ থেকে ৪৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

সোমবার (১২ জুন) বিকেলে ভোট শেষে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন বলেন, খুলনায় শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে, কোথাও ভোট বাতিল বা কোনো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।

প্রসঙ্গত, কিছু বিচ্ছিন্ন ঘটনা ও দুই মেয়র প্রার্থীর অভিযোগের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে এক হাজার ৭৩২টি ভোটকক্ষে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের সময় নিরাপত্তার চাদরে মোরা ছিল গোটা নগরী।

এবারই প্রথম কেসিসির নির্বাচনে সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।