ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহী সিটি ভোট: মোটরযানে জরিমানা ৩১ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
রাজশাহী সিটি ভোট: মোটরযানে জরিমানা ৩১ লাখ ছবি: সংগৃহীত

ঢাকা: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর প্রায় ৩১ লাখ টাকা জরিমানা করেছে মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১৭ জুন) নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী গত ২৩ মে থেকে ১৬ জুন পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়।

এতে মোট দুই হাজার ৪০১টি মামলা করা হয়। আটক করা হয়েছে ৮৯৮টি যানবাহন। আর জরিমানা আদায় করা হয়েছে ৩০ লাখ ৯৬ হাজার ১৫০ টাকা।

আগামী ২১ জুন রাজশাহী সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।