ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বেনাপোল পৌর নির্বাচন হবে ইভিএমে 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
বেনাপোল পৌর নির্বাচন হবে ইভিএমে 

বেনাপোল (যশোর): আসন্ন বেনাপোল পৌর নির্বাচনে ১২টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ।

এসময় তিনি জানান, আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ১২টি কেন্দ্রে ৯৫টি ইভিএমে ভোট নেওয়া হবে। ভোটাররা যাতে সঠিকভাবে ইভিএমে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি ওয়ার্ডে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  

এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে নৌকা প্রতীকে লড়ছেন নাসির উদ্দিন, জগ প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল, মোবাইল ফোন প্রতীকে লড়ছেন মফিজুর রহমান সজন। আর নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত তিনটি পদে ১৫ জন নারী লড়ছেন।  

এ নির্বাচনে নয়টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৩০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন ও নারী ভোটার ১৫ হাজার ৩৪১ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।