ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

হিরো আলমকে মারধরের মধ্য দিয়ে শেষ হলো ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
হিরো আলমকে মারধরের মধ্য দিয়ে শেষ হলো ভোট

ঢাকা: দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও শেষ মুহূর্তে মারধরের শিকার হলেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

সোমবার (১৭ জুলাই) বিকেল তিনটার পরে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্র পরিদর্শনে গেলে মারধরের শিকার হন তিনি।

এদিন সকাল ৮টায় আসনটির উপ-নির্বাচন ছাড়াও ৭৮টি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। এখন ভোট গণনা চলছে।

এদিকে, হিরো আলম মারধরের শিকারের পরপরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচন ভবন ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।