ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না’, বলার ব্যাখ্যা দিলেন ছাত্রলীগ নেতা সবুজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:০৮ পিএম, ডিসেম্বর ৫, ২০২৩
‘নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না’, বলার ব্যাখ্যা দিলেন ছাত্রলীগ নেতা সবুজ

পাবনা: ‘নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না’- এমন বক্তব্য দেওয়ার ব্যাপারে আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ।  

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে নিজে হাজির হয়ে তিনি তার ব্যাখ্যা উপস্থাপন করেন।

আরও পড়ুন: ‘নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না’, বলায় ছাত্রলীগ নেতাকে আদালতে তলব

এর আগে গত ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় তিনি বলেন, ‘পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম’।  

৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির। পরে স্বপ্রণোদিত হয়ে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জানতে চেয়ে তাকে তলব করে নোটিশ দেওয়া হয়।  

সোমবার (০৪ ডিসেম্বর) নোটিশটি দেন পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম।  

পরে মঙ্গলবার মিজানুর রহমান সবুজ লিখিতভাবে ব্যাখ্যা দেন।  

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ।

তবে আদালত সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতির ব্যাখ্যা পাওয়া গেছে। সেটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এসআই

বাংলাদেশ সময়: ৩:০৮ পিএম, ডিসেম্বর ৫, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।