ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভালবাসার মানুষদের কল কম ধরি: ব্যারিস্টার সুমন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
ভালবাসার মানুষদের কল কম ধরি: ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

হবিগঞ্জ: ‘যাদের আমি ভালবাসি, তাদের কল কম ধরি’ মন্তব্য করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরে গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার শেষ পর্যায়ে তিনি একথা বলেন।

 

এর আগে ব্যারিস্টার সুমন হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতে নির্বাচন কমিশনের (ইসি) করা শোকজের লিখিত জবাব দেন।  

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমাকে শোকজ করা হয়েছিল; একটি জায়গায় নাকি আমি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি। আর হচ্ছে আমি পুলিশকে কেন জানাইনি। আসলে আমি সেদিকে যাচ্ছিলাম। আর যেহেতু ফেসবুকে আমার প্রায় ৭ মিলিয়ন অনুসারী রয়েছেন; তারা ভিড় করেছেন। আর এটি আমার কোনো প্রোগ্রাম ছিল না, তাই পুলিশকে জানাইনি।  

তিনি বলেন, আদালতকে জবাব দিয়েছি, আমি যেহেতু আইনের মানুষ তাই, কোনো বিধি যেন অমান্য না হয় সে বিষয়েও সজাগ থাকব।

পরে সাংবাদিকদের কল ধরতে পারেন না প্রসঙ্গ টেনে ব্যারিস্টার সুমন বলেন, ‘আসলে আমি যাদের ভালবাসি, তাদের কল কম ধরি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৭৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।