ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে তলব

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা করায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে তলব করেছে নির্বাচনী তদন্ত কমিটি।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচনী তদন্ত কমিটি গাজীপুর প্রথম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুন নাহার তাকে তলব করেন।

এ সংক্রান্ত নোটিশে জাহাঙ্গীর আলমকে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।  

এছাড়া স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনকেও তলব করেছেন তিনি। তাকেও একই সময় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।